ভবনের দেয়ালজুড়ে সত্যজিৎ
চলচ্চিত্রে অবদানের জন্য শ্রদ্ধা জানানো হলো প্রখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়কে। তবে এই শ্রদ্ধা জানানোর পদ্ধতিটা ছিল অসাধারণ। এই নির্মাতার চমৎকার একটি ছবি একটি ভবনের দেয়ালজুড়ে আঁকা হলো। গত সোমবার সেটি উদ্বোধন করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, কলকাতার টালিগঞ্জের ভবানী সিনেমা হলের সামনে একটি ভবনে ফুটিয়ে তোলা হয়েছে সত্যজিৎ রায়ের প্রতিকৃতি। দক্ষিণ কলকাতার চারু মার্কেট-সংলগ্ন মেট্রো রেলওয়ে ভবনের দেয়ালজুড়ে সত্যজিৎকে আঁকা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্যজিতের ছেলে পরিচালক সন্দীপ রায়, সত্যজিতের পুত্রবধূ ললিতা রায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যসভার সাংসদ জহর সরকার, দিল্লির সেন্ট আর্ট ইন্ডিয়া ফাউন্ডেশনের বিকাশ নাগরে। সত্যজিৎ রায়ের ওয়াল পেইন্টিংটি করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। চেন্নাইয়ের শিল্পী এ-কিল ছবিটি এঁকেছেন।
ওই সংবাদমাধ্যমে আরও বলা হয়েছে, কলকাতায় প্রথম এই রকম কোনো থ্রিডি পেইন্টিং করা হলো। উদ্বোধনের পর সন্দীপ রায় বলেন, ‘দারুণ কাজ হয়েছে। আমরা খুব খুশি। গোড়ার দিকে একটু ভয় ছিল, জিনিসটি ঠিকভাবে দাঁড়াবে কি না। বাবার ছবি দেখে আমি খুশি।’
সন্দীপ আরও বলেন, তিনি অনেক দিন থেকেই এই পেইন্টিংয়ের খবরটি পেয়েছিলেন। তখন থেকেই আগ্রহ তৈরি হয়েছিল। নিজের চোখে দেখার পর মুগ্ধ তিনি।
জহর সরকার জানিয়েছেন, এই আর্টকে পাবলিক আর্ট বলা হয়। এদিকে কলকাতার আরও অনেক জায়গায় এ ধরনের চিত্রশিল্প তৈরির চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।