আজ চরকিতে মিলবে ‘বোর্ডিং পাস’

মাদক পাচারের মতো বৈশ্বিক একটি সমস্যাকে ব্যতিক্রমভাবে পর্দায় তুলে এনেছেন নির্মাতা মেহেদি রহমান

সাবেক স্বামীর কাছ থেকে ছেলে বার্দিয়াকে নিজের কাছে এনে রাখতে চায় নেদা। কিন্তু অভিভাবকত্ব আদায়ের আইনি লড়াই করার জন্য দরকার অনেক অনেক টাকা। টাকা জোগাড় করতে মাদক পাচারের কাজ নেয় নেদা। কিন্তু এই কাজে সে একদম আনাড়ি। মাদক পাচার করতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেয় নেদা।

ইরানি ছবি বোর্ডিং পাস-এর এটিই পটভূমি। মাদক পাচারের মতো বৈশ্বিক একটি সমস্যাকে ব্যতিক্রমভাবে পর্দায় তুলে এনেছেন নির্মাতা মেহেদি রহমান। ২০১৭ সালে মুক্তি পাওয়া ছবিটিতে অভিনয় করেছেন নেদা জাব্রেলি, মানসুর শাহবাজি, মোহাম্মদ আলী নাজাফিয়ান। এই ছবিকেই বাংলায় ডাব করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। আজ বৃহস্পতিবার রাত ৮টায় বাংলা করা ছবিটিই বিশ্বব্যাপী মুক্তি দেবে চরকি।

চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ডিং পাস দর্শক প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দেখতে পাবে

চরকির পক্ষ থেকে জানানো হয়েছে, বোর্ডিং পাস দর্শক প্রিমিয়াম কনটেন্ট হিসেবে দেখতে পাবে। মাসিক, ছয় মাসিক ও বার্ষিক সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দর্শক ছবিটি দেখতে পারবেন। সাবস্ক্রিপশন কিনলে শুধু এই ছবিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি সিনেমা, শর্টফিল্মসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট। দর্শকদের জন্য প্রতি সপ্তাহেই নতুন নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে চরকি।