পরাজিত বিজেপি প্রার্থীকে মিষ্টিমুখ করালেন অভিনেত্রী জুন

জুন মালিয়া
ফেসবুক

বিজেপির ঘাঁটি হিসেবে মেদিনীপুরের আসনটি তৃণমূল প্রার্থী হিসেবে জুন মালিয়ার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। অনেকের ধারণা এমনও ছিল, এই আসনে তৃণমূলের চেয়ে জেতার ব্যাপারে বেশি আশাবাদী ছিল বিজেপি। ফলাফল প্রকাশের পর দেখা যায় উল্টো চিত্র। ২৩ হাজার ভোটে জিতে যান তৃণমূল প্রার্থী জুন মালিয়া।
বুধবার মেদিনীপুরে তাঁর আসনের প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শমিত দাসের বাড়িতে গিয়েছিলেন জুন মালিয়া। সেখানেই দেখা করে একসঙ্গে কাজ করার বার্তা দিয়ে আসেন জয়ী তৃণমূল প্রার্থী। শুধু তা–ই নয়, নিজ হাতে শমিতের মুখে মিষ্টি তুলে দিতেও দেখা গেছে তাঁকে। এলাকার জনগণের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চান বলে আবেদন জানান পরাজিত বিজেপি প্রার্থীর কাছে। উভয় দলের সব সমর্থককে এলাকায় শান্তি বজায় রাখার আবেদনও জানান।

প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী শমিত দাসের বাড়িতে গিয়েছিলেন জুন মালিয়া
ফেসবুক থেকে সংগৃহীত

প্রসঙ্গক্রমে জুন বলেছেন, ‘শান্তি চাই, অশান্তি মোটেও না। আমরা দুজনই শান্তির বার্তা দিতে চাই দুই দলের কর্মী–সমর্থকদের। উন্নয়ন তো একা করা যায় না।’ আর শমিত এ নিয়ে বলেছেন, ‘জুন মালিয়া আমার দিদি। তাঁর অভিনয় ভালো লাগে। তিনি এখন বিধায়ক। একসঙ্গে কাজ করার বিষয়ে আমাদের মধ্যে কথা হয়েছে।’

দুই যুগের বেশি সময় ভারতের পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্র জগতে দাপটের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী জুন মালিয়া। লাঠি, হঠাৎ বৃষ্টি, নীল নির্জনে, পদক্ষেপ, ২২ শ্রাবণ, দা বং কানেকশনসহ অনেক ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন তিনি।

জুন মালিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

শুধু সিনেমায় নয়, টেলিভিশনেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাঁকে দেখা গেছে বহু টিভি সিরিজ ও রিয়েলিটি শোতেও। তবে শুধু অভিনয়ের দক্ষতাতেই নয়, বারবার তাঁর সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। এবার তাঁর নতুন পরিচয়, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য। মেদিনীপুর থেকে তৃণমূল প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়ী হয়েছেন তিনি।

জীবনে প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিধানসভা নির্বাচনে সক্রিয় রাজনীতির ময়দানে নেমেই নির্বাচনী টিকিট পেয়েছেন জুন মালিয়া। আগের লোকসভা নির্বাচনে ভোটের হিসেবে মেদিনীপুরে বিজেপির দিকেই পাল্লা ভারী ছিল। তবু মমতা ভরসা রেখেছিলেন অভিনেত্রী জুন মালিয়ার ওপর।

নির্বাচনে জিতে মেদিনীপুরের সেই আসন উপহার দিয়েছেন মমতাকে
ফেসবুক থেকে

ভরসার প্রতিদানও দিয়েছেন জুন মালিয়া। মানুষের সমর্থনে নির্বাচনে জিতে মেদিনীপুরের সেই আসন উপহার দিয়েছেন মমতাকে। তবে জয়ের পরও ভুলে যাননি তাঁর আসনের জনগণকে। সবার পাশে থাকার আশ্বাস দিয়েছেন যেমন, তেমনি আবার রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িতে গিয়েও সৌজন্যের উদাহরণ দিলেন জুন মালিয়া।