ভিশন ইলেকট্রনিক্স ক্রিকেট কুইজ
কোন কুইজ খুঁজে পাওয়া যায়নি!
কুইজে অংশগ্রহণের জন্য ধন্যবাদ
নীতিমালা
  • » ভিশন ইলেকট্রনিক্স ক্রিকেট কুইজে অংশগ্রহণ করতে, কুইজের সঠিক উত্তর নির্বাচন করে নাম ও মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধিত হতে হবে।
  • » একটি মুঠোফোন নম্বর ব্যবহার করে দিনে একবারই উত্তর দেওয়া যাবে।
  • » প্রতিদিন সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১ জনকে বিজয়ী নির্বাচিত করা হবে।
  • » বিজয়ীদের ভিশন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে দেয়া হবে গিফট হ্যাম্পার।
  • » প্রথম আলো ও ভিশন ইলেকট্রনিক্স পরিবারের কোন সদস্য এই কুইজে অংশগ্রহন করতে পারবে না।
  • » কুইজে অংশগ্রহনকারিদের সংগৃহীত তথ্য প্রথম আলো ও ভিশন ইলেকট্রনিক্স ভবিষ্যতে যোগাযোগের জন্য ব্যবহার করতে পারবে।
  • » উল্লিখিত পুরস্কারের বদলে নগদ অর্থ প্রদান করা হবে না।
  • » সকল পুরস্কার বিশ্বকাপ খেলার শেষে প্রদান করা হবে।
  • » পুরস্কার গ্রহণের সময় অংশগ্রহণকারীকে অবশ্যই কুইজে নিবন্ধিত মুঠোফোন নম্বরটি সঙ্গে করে নিয়ে আসতে হবে।
  • » কুইজসংক্রান্ত নিয়মাবলি প্রথম আলো সংরক্ষণ করে। সব ক্ষেত্রে প্রথম আলো কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত।