default-image

ফুটবল বিশ্বকাপে আছে নানাজনের নানা চাহিদা। খেলোয়াড়দের কাছ থেকে সবাই গোল আশা করে। ওদিকে খেলোয়াড়েরা চান সহ-খেলোয়াড়দের পাস, থ্রো, ক্রস। আরও চান দর্শকের সমর্থন। দর্শকের সমর্থন খেলার মাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর রেফারির সমর্থন পেলে তো কথাই নেই। বিজয় কে ঠেকায়! সবাই এত কিছু চাইছে, রস+আলো তো বসে থাকতে পারে না। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে রস+আলো পাঠকদের কাছ থেকে লেখা চেয়েছিল। ফুটবল বিশ্বকাপ নিয়েই লেখা। আমরা ভেবেছিলাম রাত জেগে খেলা দেখার পর আরামের ঘুম বাদ দিয়ে কে লেখা পাঠাবে? আমাদের ধারণা ভুল প্রমাণ করে দিয়ে পাঠকেরা সে আহ্বানে ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। রস+আলো কার্যালয়ে যে পরিমাণ লেখা জমা হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে অত গোলও হয়নি! যা-ই হোক, ফুটবলে গোল যেমন মূল্যবান, আমাদের কাছে তেমনই মূল্যবান পাঠকদের পাঠানো লেখা। তাই বলা যায়, বিশ্বকাপে পাঠকদের পাঠানো এই লেখাগুলোই একেকটি গোল। আর এই লেখাগুলো নিয়েই এবারের রস+আলো।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0