বিজ্ঞাপন
আদা–লেবুর শরবত
যেভাবে বানাবেন: আদার রস, লেবুর রস, চিনি ও পানি একসঙ্গে মিশিয়ে শরবত বানাতে হবে।
উপকারিতা: শরীরের ব্যথা কমাতে সাহায্য করে এই শরবত। এ ছাড়া ক্যানসার, বমি বমি ভাব, রক্তচাপ কমাতেও বিশেষ উপকারী আদা লেবুর শরবত। ইফতারে অনেকে ভাজাপোড়া খান। তাঁদের জন্যও এই শরবত উপকারী। লেবুতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট চর্বি কমাতে সাহায্য করবে।
বিজ্ঞাপন