পোড়োবাড়ি
সিকদার নাজমুল হক
এ বাড়ির চারপাশে গাছগুলো পাতা নাড়ে রোদের আলোয়,
এ বাড়িতে পাখি ডাকে, দিন কাটে সুখে-দুখে মন্দ-ভালোয়।
এ বাড়িতে জুঁই ফোটে, এ বাড়িটা সাজে নীল অপরাজিতায়,
এ বাড়িতে গাছে গাছে বুনো লতা চুল বাঁধে সোনালি ফিতায়।
এ বাড়িটা জোনাকির, এ বাড়িটা রাজপুরী স্বপ্ন-জাদুর,
এ বাড়িটা কার বাড়ি? এ বাড়িটা ছিল জানো আমার দাদুর!
মার্চের কালরাতে এ বাড়িতে এসেছিল শত্রুমানব,
বর্বর পাকসেনা নিষ্ঠুর মায়াহীন অসুর দানব—
ছাই করে দাদুবাড়ি, তোমরা কি দেখেছ সে নিঠুর দাহন?
দেখেছ কি এ বাড়িতে ভাষাহীন মানুষের করুণ চাহন?
এ বাড়িতে কেউ আর পোহায় না রোদ্দুর বিছিয়ে মাদুর,
এ বাড়িটা কার বাড়ি? এ বাড়িটা ছিল জানো আমার দাদুর!
এ বাড়িতে প্যাঁচাগুলো চুপিচুপি আনমনে পাখনা নাড়ায়,
ভয় এসে এ বাড়িতে হিমহিম বেদনায় দুবাহু বাড়ায়।
এ বাড়িটা পোড়োবাড়ি, এ বাড়িতে খেলা করে নিকষ আঁধার,
রাত হলে এ বাড়িতে শিয়ালের আয়োজন রাগিণী সাধার।
ঘনঘোর আন্ধারে এ বাড়িতে ডানা মেলে নিশীথ বাদুড়,
এ বাড়িটা কার বাড়ি? এ বাড়িটা ছিল জানো আমার দাদুর!