default-image

কেউ যখন প্রেমে পড়ে, তখন তার দিনরাত্তির থাকে না। শনি থেকে শুক্র, জানুয়ারি থেকে ডিসেম্বর, সপ্তাহ-মাস-বছর কিংবা যুগ থেকে যুগান্তর—সব দিনই প্রেমের দিন। তারপরও বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইনস ডে প্রভৃতি দিবস আছে। আছে ভালোবাসাবাসির বিশেষ দিন।

আজ ২৩ এপ্রিল ‘লাভারস ডে’, প্রেমিক-প্রেমিকাদের দিন। বিশেষত আমেরিকা-ইউরোপ অঞ্চলে ‘ন্যাশনাল লাভারস ডে’ হিসেবে পালিত হয় এটি। মনে করা হয়, সেন্ট জর্জ ডে (২৩ এপ্রিল) থেকে এই দিবসের উৎপত্তি।

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

প্র ছুটির দিনে থেকে আরও পড়ুন
মন্তব্য করুন