মেষ ২১ মার্চ-২০ এপ্রিল
মেষ হিসেবে আপনি একজন যুক্তিবাদী মানুষ। ঠান্ডা মাথায় তর্ক করে জিততে জানেন। এ সপ্তাহে এর একটি প্রমাণ পাবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে
চলতি সপ্তাহে আপনার সৃজনশীলতা খুব সক্রিয় থাকবে। এটাকে কাজে লাগান। ভালো ফল আসবে।
মিথুন ২২ মে-২১ জুন
দেহের দূরত্ব থাকতে পারে। মনের কাছে-দূরে বলে কিছু নেই। আপনজনের মনের কাছাকাছি থাকুন। ভালো হবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই
এ সপ্তাহে ভালো টাকাপয়সা আসবে। তবে বেহিসাব খরচ করলে মুশকিলে পড়তে পারেন। কাজেই সাবধান।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট
কোনো বিষয়কে অতিরিক্ত সিরিয়াসলি নেবেন না। তাহলেই চলবে। আনন্দে থাকুন। অক্কে?
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর
সামনে ভালো সময়। উজ্জ্বল সময়। বড় কোনো সমস্যাও নেই। তাহলে আর কিসের ভাবনা?
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর
সহযোগীদের ভালোবাসা আপনাকে ঘিরে থাকবে। কত বড় সৌভাগ্য ভাবুন তো!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর
আপনার সার্বিক অবস্থা এখন খুব শুভ রয়েছে। অযথা দুশ্চিন্তা তৈরি করাটা বোকামি হবে। খুব ভালো কাটবে দিন। দেখবেন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর
আপনি এখন নতুন এক নেতৃত্ব অবস্থানে যাবেন। তৈরি হোন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি
স্মৃতির সোনালি পথ বেয়ে মন বারবার পেছনের দিকে যাবে। তা যাক না। ক্ষতি তো নেই।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
আজ যে মানুষ আপনার শত্রু, কাল সে অন্য রকম তো হতেও পারে। পারে না?
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
নিজেকে কেন্দ্রে রেখে সুন্দর সুন্দর কল্পনা করতে থাকুন। স্বপ্ন সত্যি না হয়ে যাবে কোথায়! অ্যা?