মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
লোকের জন্য কিছু করতে হলে অন্য কারও অপেক্ষা না করে একাই শুরু করে দিন। আপনার চেষ্টাটা হয়তো অনেক দূর যাবে। শুভ ভাবনার ফল কখনো ব্যর্থ হয় না। নতুন চ্যালেঞ্জ এলেও এ সপ্তাহে আপনি অনেক কিছু পাবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
অতীত নিয়ে পড়ে থাকবেন না। বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়ুন। সফলতা আছে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
নিজের মধ্যে কোনো পরিবর্তন এসেছে কি না দেখুন। এলে বুঝবেন, আপনি ঠিক পথেই আছেন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মন একটু উদাস হয়ে উঠতে পারে। এতে দুশ্চিন্তার কিছু নেই। কদিন পরেই ঠিক হয়ে যাবে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
লোকের তো কাজই হচ্ছে নিন্দা ও সমালোচনা করা। আপনি ওতে দমে যাবেন না। সামনে অনেক কাজ, অনেক আনন্দ। শুভকামনা রইল।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
সবার কথা শুনুন, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজে নিন। তাহলেই আপনি জিতবেন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
মন শক্ত করুন। কঠিন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসবেন না। আপনি সফল হবেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
কেউ আপনাকে একটু আঘাত দিতে পারে। এতে থমকে যাবেন না। সামনেই প্রতিকার রয়েছে। শুভ হোক প্রিয় বৃশ্চিক!
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
মানুষের অনেক নিঃস্বার্থ ভালোবাসা পাবেন, পয়সার বিনিময়ে যা পাওয়া যায় না।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কিছু আনুষ্ঠানিক স্বীকৃতি আপনার পাওনা হয়েছে। অপেক্ষা করুন।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে আপনাকে ভ্রমণ করতে হতে পারে। ব্যাগ গোছান।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কোনো দায়িত্ব থাকলে খুশিমনে তা পালন করতে চেষ্টা করুন। এতে সবার মনে হাসি ফুটবে। এর দাম কোটি টাকাতেও পরিমাপ করা যায় না। খুব ভালো থাকুন।