default-image
বিজ্ঞাপন

১৯০২ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট (১৮৫৮-১৯১৯) জঙ্গলে গিয়েছিলেন ভালুক শিকার করতে। দিনমান চেষ্টা করে যখন একটা ভালুকও শিকার করতে পারলেন না, তখন তাঁর সহচরেরা একটি বাচ্চা ভালুক ধরে এনে গাছের সঙ্গে বেঁধে দেন এবং সেটিকে গুলি করতে বলেন। কিন্তু বন্দী, আহত এবং বাচ্চা একটি ভালুককে মারা তাঁর কাছে অমানবিক, অখেলোয়াড়সুলভ ও কাপুরুষোচিত বলে মনে হয়। রুজভেল্ট গুলি করতে অস্বীকৃতি জানান। রুজভেল্টের এই মানবিক দৃষ্টিভঙ্গি সহচরদের মনে নাড়া দেয়। উঠে আসে গণমাধ্যমেও। গল্পটি কার্টুন হিসেবে ছড়িয়ে পড়ে আমেরিকার সর্বত্র। সেই কার্টুনের অনুপ্রেরণায় খেলনা প্রস্তুতকারক ‘আইডিয়াল নভেলটি অ্যান্ড টয় কোম্পানি’ প্রথম তৈরি করে খেলনা ভালুক। রুজভেল্টের ডাকনাম টেডি অনুযায়ী এর নামকরণ করা হয় টেডি বিয়ার। খুব অল্প সময়েই আদুরে খেলনা হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে এই পুতুল।

default-image

আজ ৭ নভেম্বর, ভালুককে জড়িয়ে ধরার দিন (হাগ আ বিয়ার ডে)। হ্যাঁ, ভালুক বলতে তুলতুলে টেডি বিয়ারকেই বোঝানো হয়েছে।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার

মন্তব্য পড়ুন 0