নতুন রূপে
মুশফিকুলের মধ্যে একটা অগোছালো ভাব ছিল। পারসোনা অ্যাডামসে তাঁকে একটা গোছালো রূপ দেওয়া হয়েছে। সতেজ দেখানোর জন্য দেওয়া হয়েছে হালকা মেকআপ।
পোশাক
মুশফিকুল হাসান সাধারণত জিনস, টি-শার্ট ও পোলো বেশি পরেন। ঈদের কারণে মুশফিকুল হাসান পীতরঙা পাঞ্জাবির ওপরে পড়েছেন কফি রঙের কটি। তার সঙ্গে মিলিয়ে বেগুনি রঙের প্যান্ট আদলের পায়জামা।
চুল
সোজা চুল একটু ছোট করে মুশফিকুল হাসানের চেহারার উপযোগী করা হয়েছে। হেয়ার জেল দিয়ে চুলগুলো ওপরের দিকে একটু খাড়া করে রাখা হয়েছিল।
দাড়ির স্টাইল
মুশফিকুল হাসানের মুখের গড়ন কিছুটা ছোট। গড়নের সঙ্গে মিলিয়ে দাড়িকে ট্রিম করে দেওয়া হয়েছে। তাতে চেহারায় ভরাট ভাব চলে এসেছে।
গ্রন্থনা: তারিকুর রহমান খান