default-image

চোখে চশমা আর ফোঁড়ানো কানে ফুলবাবুই হয়েছেন অর্জুন। সম্প্রতি একটু বেশি সচেতন দেখা যাচ্ছে অর্জুন কাপুরকে। পোশাক, জিম, সিনেমা সবকিছুতেই যেন তাঁর বাড়তি যত্নের ছোঁয়া। চরিত্রের প্রয়োজনে সিনেমার লুক থেকে বেরিয়ে এবার নিজেকে ফুলবাবু সাজালেন অর্জুন। গায়ের নীলরঙা জ্যাকেট আর স্টাইলিশ দাড়ির ছবিটিতে তিনি ক্যাপশন দিয়েছেন, ‘আমি একজন কাচের মানুষ।’ পিঙ্কভিলা।

বিজ্ঞাপন
মন্তব্য করুন