ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস অব বাংলাদেশের (ডব্লিউপিপিবি) আয়োজনে দ্বিতীয়বারের মতো শেষ হলো ব্রাইডাল ফেস্টিভ্যাল-২০১৬। রাজধানীর গুলশানে শুটিং ক্লাবে ১৭ থেকে ১৯ নভেম্বর তিন দিনের এই আয়োজনে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। অভিনয়শিল্পী সাবিলা নূর, সুমন পাটোয়ারী ও কণ্ঠশিল্পী মেহেরীনকে সঙ্গে নিয়ে উৎসবের উদ্বোধন করেন ক্রিকেটার আশরাফুল। বিয়ের সব ধরনের উপকরণ ও প্রতিষ্ঠান নিয়ে ছিল এ উৎসব।
ওয়েডিং ডায়েরি, অরা বিউটি লাউঞ্জ, ওয়েডিং মোমেন্ট, পেপার ওয়ার্ল্ড লিমিটেড, ড্রিম উইভার, ওয়েডিং স্টোরি, ডক্টরস বেক, রেড বিউটি পার্লার, সাজ, ব্রাইডাল ক্যানভাস, দোসা এক্সপ্রেস, ফখরুদ্দিন, রয়েল ওয়েডিং, ছুটি ডটকম, ফ্লোরিস্তা, এসকে ইভেন্টস, এক্সিলেন্ট পার্লার, পুষ্পভ্যালী, অরেঞ্জ ট্রাভেল, পালকী ঘর, কাশফেরী মিঠা পানসহ মোট ৫৬টি প্রতিষ্ঠান। ডব্লিউপিপিবির সভাপতি প্রীত রেজা বলেন, ‘দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সামনে যাঁরা বিয়ে করতে যাচ্ছেন, তাঁদের প্রয়োজনীয় সব প্রতিষ্ঠানই এখানে রাখার চেষ্টা করেছি আমরা।’
বিয়ের পোশাক ও সাজ নিয়ে প্রতিদিন ছিল বিশেষ ফ্যাশন শো। যেখানে এই সময়ের বিয়ের পোশাক ও সাজের চলতি ধারা দেখা যায়। ব্রাইডাল ফেস্টিভ্যালের প্রধান পৃষ্ঠপোষক অরা বিউটি লাউঞ্জ এবং সহযোগিতায় ছিল পেপার ওয়ার্ল্ড লিমিটেড।