শীত উপলক্ষে ফ্যাশন হাউস সেইলর বাজারে এনেছে উৎসব ও স্ট্রিট ক্যাজুয়াল পোশাক। এসব পোশাকের সংগ্রহ নিয়েই হয়ে গেল একটি ফ্যাশন শো। একই সঙ্গে সেইলর এবার নিজস্ব ডিজাইন স্টুডিও চালু করেছে। রাজধানীর গুলশান লিংক রোডের ইপিলিয়ন গ্রুপের নিনাকাব্যতে চালু হয়েছে সেইলরের ডিজাইন স্টুডিও। পোশাকের কালার চার্ট, ফ্যাশন ফোরকাস্টিং, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্যাটার্ন ও প্রোডাক্ট স্যাম্পলিং সবকিছুতে ব্র্যান্ড মূল্য বাড়াতেই এই উদ্যোগ। আধুনিক ডিজাইন স্টুডিও পণ্যের মান বাড়াতে সাহায্য করবে বলে মনে করেন সেইলরের ব্র্যান্ড বিভাগের প্রধান রেজাউল কবির। ফ্যাশন শোর তিনটি কিউতে ইন্ডিগো থিমে নিট ও ডেনিম পণ্য, চামড়া, ফ্লানেল ফ্লিচ কাপড়ের শীতের পোশাকসহ ওভেন ও নিট কাপড়ের ওয়েস্টকোট দেখানো হয়।