২০০৬
গোলাপি নেটের কাপড়ে জারদৌসি কাজের লেহেঙ্গা পরেছিলেন কবরী। গলায়-কানে পুরোনো নকশার গয়না। হাতভর্তি চুড়ি আর বেলি ফুলের মালায় চিরসবুজ কবরী।
২০১০
কবরী ছাড়াই সেবার কবরী এসেছিলেন মেরিল–প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানে। ববকাট চুল আর লাল শাড়িতে কবরী যেন সেই ‘মিষ্টি মেয়ে’।
২০১৪
কবরীর সাদা–সোনালি শাড়িটি আড়ং থেকে কেনা। হাতে ছিল সোনালি এক গোছা চুড়ি। কানে পরেছিলেন পাথরের দুল। আর সব সময়ের ঘড়ি তো ছিলই।
২০১৫
ফুলেল নকশার সিল্ক শাড়ি পরেছিলেন কবরী। গলায় রুপালি বিডসের মালা।