default-image

২০১১ সালে মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বাংলাদেশের পপগানের সম্রাট আজম খান। প্রথমে মুখে ঘা, এরপর ধীরে ধীরে তা রূপ নিয়েছিল ক্যানসারে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনের যোদ্ধা ছিলেন আজম খান। ক্যানসারের সঙ্গে যুদ্ধটাও চালিয়েছিলেন সাহসিকতার সঙ্গে। কিন্তু প্রাণঘাতী রোগের নির্মমতার সঙ্গে পেরে ওঠেননি। তারও আগে ১৯৯৬ সালে মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন শহীদজননী জাহানারা ইমাম।

৪০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে মুখের ক্যানসার হওয়ার আশঙ্কা বেশি থাকে। ফলে মুখের ভেতরের নিচ ও ওপরের দিক, ঠোঁট, গলা, গাল, মাড়ি, জিব প্রভৃতির কোনো অংশে অস্বাভাবিকতা অনুভব করলে সঙ্গে সঙ্গে সতর্ক হওয়া জরুরি।

বিজ্ঞাপন

মুখের ক্যানসারের লক্ষণ

মুখে ঘা

ওরাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ মুখের ঘা। এই ঘা বিভিন্ন রকম হতে পারে। মুখে সাদা কিংবা লাল ক্ষত হতে পারে। এই ক্ষত কখনো কখনো মুছে যায়, আবার কখনো বাড়তে থাকে।

মুখ থেকে রক্ত পড়া

বিশেষ কোনো কারণ ছাড়াই মুখ থেকে রক্ত বের হয়।

ব্যথা ও খাবার গিলতে সমস্যা

মুখের ঘায়ে অল্প কিংবা তীব্র ব্যথা হয়। জ্বালাপোড়া ও খাবার খেতে অসুবিধা হয়।

কানে ব্যথা

কয়েক দিন ধরে টানা কানে ব্যথা হয়। সাধারণ চিকিৎসাতে উপশম হয় না।

মুখ/ঘাড় ফুলে যাওয়া

মুখের ভেতর কিংবা ঘাড়ে ফোলা কোনো কিছু বা পিণ্ডের অস্তিত্ব বোঝা গেলে।

গলায় আওয়াজ

গলা ভেঙে গিয়ে স্বাভাবিক স্বরের পরিবর্তন ঘটে। ঘর্ঘর আওয়াজ হয়।

ঝুঁকি কমাতে করণীয়

  • ধূমপানের অভ্যাস থাকলে পরিহার করুন।

  • মদ বা মদ্যজাতীয় নেশাদ্রব্য পরিহার জরুরি।

  • দীর্ঘক্ষণ সূর্যতাপে থাকবেন না।

  • মুখগহ্বর পরিষ্কার রাখতে হবে।

  • মুখে আঘাতের বিষয়ে সাবধানে থাকবেন।

  • যত্ন নিয়ে সতর্কতার সঙ্গে দাঁত ব্রাশ করুন।

  • দাঁতের গঠনে অস্বাভাবিকতা বা দাঁত আঁকাবাঁকা থাকলে সেটার চিকিৎসা করান।

  • পরিমিত খাবার, ঘুম, মানসিকভাবে চাঙা থাকার চেষ্টা করুন।

বিজ্ঞাপন
প্র স্বাস্থ্য থেকে আরও পড়ুন
মন্তব্য করুন