শীতে শিশুর শরীর উষ্ণ রাখতে গরম কাপড় পরাতে হবে। তবে খেয়াল রাখতে হবে শিশু যেন ঘেমে না যায়।
বিজ্ঞাপন
পায়ে মোজা ও মাথায় টুপি পরানো ভালো।
ডায়াপার ভিজে গেলে দ্রুত পরিবর্তন করুন, নয়তো ঠান্ডা লেগে যাবে।
বিজ্ঞাপন
কুসুম গরম পানি দিয়ে রোজ গোসল করানো যাবে।
ত্বকের শুষ্কতা রোধে ময়েশ্চারাইজার বা তেল ব্যবহার করতে হবে।
শিশুর শরীর উষ্ণ করতে কখনো হট ওয়াটার বোতল বা ব্যাগ বা আগুনের কাছে একা রাখবেন না।
বিজ্ঞাপন
মন্তব্য করুন