default-image

আজ ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত হলো অনলাইনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ ছাড়া সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে প্রতিনিয়ত জ্ঞানের বিষয়গুলো পরিবর্তিত হচ্ছে। আজকে যে জ্ঞান খুবই প্রয়োজনীয়, সময়ের পরিবর্তনে হয়তো সে জ্ঞান তার প্রয়োজনীয়তা হারাতে পারে। বেঁচে থাকার জন্য, জীবন-জীবিকার জন্য হয়তো নতুন কোনো জ্ঞান অর্জন করা জরুরি হয়ে যাবে। তাই আমাদের শিক্ষার্থীদের শেখাতে হবে, কীভাবে জীবনব্যাপী শেখা যায়।’ সমাবর্তন বক্তৃতায় সালমান এফ রহমান বলেন, ‘সমাবর্তন উদ্‌যাপনের সময় ভুলে যেয়ো না, অনেকগুলো মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমাদের জীবনে অবদান রেখেছিল, যা তোমাদের আজকের সাফল্য এনে দিয়েছে। মনে রাখবে, তোমরা এবং আমি আজ আমাদের নিজ নিজ জায়গায় থাকতাম না, যদি এই দেশটি কঠোর বৈষম্য থেকে ১৯৭১ সালে মুক্ত না হতো।’ নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামও বক্তব্য দেন এই ভার্চ্যুয়াল সমাবর্তনে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজ ও ‘ডিবিসি নিউজ’ চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হয়।

বিজ্ঞাপন
প্র স্বপ্ন নিয়ে থেকে আরও পড়ুন
মন্তব্য করুন