আমাদের ক্যাম্পাসগুলো সারা বছরই মেতে থাকে নানা উৎসবে। তবে পয়লা বৈশাখের একটা আলাদা আবেদন আছে। করোনার প্রকোপে ক্যাম্পাসগুলোয় বড় পরিসরে বর্ষবরণ দেখা যায়নি গত দুই বছর। এ বছর আবার রঙিন হয়েছে আমাদের প্রাঙ্গণ। র্যালি, নাচ, গান, দেয়ালচিত্র, সব মিলিয়ে উৎসবমুখর এক দিন।