প্রতিটি বস্তু, মানুষ বা প্রাণিদেহেরই রয়েছে দেহজ্যোতি বা অলৌকিক আভা, যা তাকে ঘিরে রাখে। দেহজ্যোতি ধারণায় যাঁরা বিশ্বাস করেন, তাঁরা মনে করেন, এই জ্যোতি মানুষের দেহ, মন, ব্যক্তিত্ব এবং চিন্তাধারাকে প্রভাবিত করে থাকে। মহাপুরুষেরা দেহজ্যোতির রঙের বৈচিত্র্য রীতিমতো চোখে দেখতে পান। তাঁদের বিশ্বাস অনুযায়ী, ভিন্ন ভিন্ন রঙের আলো ভিন্ন ভিন্ন অর্থ বহন করে। যাদের দেহজ্যোতির রং লাল, তারা ভয়ডরহীন এবং কর্মোদ্যমী। গোলাপি রং সংবেদনশীলতা এবং নম্রতার অর্থ প্রদান করে, কমলা সৃজনশীলতা এবং আবেগ, হলুদ আত্মবিশ্বাস, নীল যত্নশীল এবং সাদা রঙের দেহজ্যোতির অধিকারী মানুষ আধ্যাত্মিক মনন ও ইতিবাচক মানসিকতার হয়ে থাকেন।
আজ ২৭ নভেম্বর, আন্তর্জাতিক দেহজ্যোতি সচেতনতা দিবস। দিবসটির যাত্রা শুরু হয় ২০০২ সালে। বিশ্বাস-অবিশ্বাসের প্রসঙ্গ আলগোছে পাশে সরিয়ে রেখে ভাবুন তো, কী হতে পারে আপনার দেহজ্যোতির রং?
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে