আমি একটা অপদার্থ

আঁকা জুনায়েদ আজিম চৌধুরী

আমি একটা অপদার্থ

লিপু বলল টুলুকে, ‘দোস্ত, নিজেকে যখন আয়নায় দেখি, তখন ভীষণ মেজাজ খারাপ হয়!

টুলু বলল, ‘কেন?’

লিপুর উত্তর, ‘মনে হয়, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি একটা অপদার্থ!’

টুলু বলল, ‘বাহ্, তোর রোগ নির্ণয়ের ক্ষমতা তো পারফেক্ট।’

লিপু খুশিতে আটখানা হয়ে বলল, ‘যাক, তাহলে তো আমি ডাক্তার হিসেবে খুব ভালো হব!’

ধার দিতে পারেন

নতুন অফিসে যোগ দিয়েছেন তানভির সাহেব। হঠাৎ করে টানাটানিতে পড়ে গেলেন।

তাই টাকা ধার চাইলেন মাসুদ সাহেবের কাছে।

তানভির: ১০ হাজার টাকা ধার দিতে পারবেন, ভাই?

মাসুদ: ধার দেওয়ার ব্যাপারটা আমি পছন্দ করি না। এতে বহুদিনের পুরোনো বন্ধুত্ব নষ্ট হয়।

তানভির: আমাদের বন্ধুত্ব তো ততটা পুরোনো নয়। টাকাটা আপনি দিতে পারেন।

সাহসী ছেলে

স্কুলের মাঠে পিটি ক্লাস চলছে। প্রচণ্ড গরম।

পিটি স্যার বললেন, ‘যে সবার আগে ১০০ মিটার দৌড়ে অংশ নিতে চাও, সে লাইন ছেড়ে এক কদম এগিয়ে দাঁড়াও।’

এক ছাত্র এক কদম এগিয়ে দাঁড়াল। স্যার জিজ্ঞেস করলেন, ‘এই তো চাই। তোমার মতো সাহসী ছেলেই তো আমার দরকার। সবার আগে কেন তুমি এগিয়ে এলে?’

ছাত্রটি বলল, ‘আমি এগিয়ে আসিনি, স্যার। আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই এক কদম পিছিয়ে দাঁড়িয়েছে।’

আইডিয়াল পিকনিক স্পট

টুনি আর মিতু খালাতো বোন। নানাবাড়িতে গিয়ে ঘুরতে গেছে পাশের শালবনে।

গাছপালা দেখতে দেখতে বনের গভীরে ঢুকেছে ওরা।

ঘন ঝোপ–জঙ্গলে ঢাকা একটা জায়গায় গিয়ে ওরা অবাক।

টুনি বলল, ‘এই জায়গাটা আইডিয়াল পিকনিক স্পট।’

মিতু বলল, ‘হুম, সেটা আমাদের আগেই লাখখানেক পোকামাকড় জেনে গেছে।’