চিপসের প্যাকেটের বাতাস যখন দেশের বাতাসের চেয়ে বিশুদ্ধ

বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশের নাম। বিশেষ করে ঢাকার বায়ুর মান ভয়াবহ। গতকাল মঙ্গলবার প্রকাশিত ‘বিশ্বের বায়ুর মান প্রতিবেদন-২০২১’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিশ্বের ১১৭টি দেশ-অঞ্চলের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুর মান পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’। দেশের বায়ু এভাবে ‘শীর্ষস্থান’ দখল করায় চিন্তার ভাঁজ পড়েছে অনেকের কপালে। তবে যথাযথ কর্তৃপক্ষের তেমন কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না। সব দেখেশুনে মনে হচ্ছে, চিপসের প্যাকেটের বাতাস দেশের বাতাসের চেয়ে ভালো। তবে এসব নিয়ে আর কেউ না ভাবলেও দেশের বাতাস কীভাবে বিশুদ্ধ করা যায়, তা নিয়ে ভেবেছে ‘একটু থামুন’...

১.

সমাজে ‘পাম্প’ অর্থাৎ বাতাস দিতে পটু এমন অনেক মানুষই আছে। তাদের দিয়ে দেশকে বিশুদ্ধ বাতাস বা ‘পাম্প’ দেওয়া যেতে পারে।

আঁকা: জুনায়েদ

২.

মানবদেহের শ্বাসযন্ত্র আর হৃৎপিণ্ড যেমন কার্বন ডাই-অক্সাইডযুক্ত ‘দূষিত’ বাতাস শরীর থেকে বের করে দেয়, দেশের জন্যও তেমন কৃত্রিম শ্বাসযন্ত্র আর হৃৎপিণ্ডের ব্যবস্থা করা যেতে পারে।

আঁকা: জুনায়েদ

৩.

চিপস, চানাচুরসহ আরও অনেক পণ্যের প্যাকেটে বেশ উল্লেখযোগ্য পরিমাণ ‘একশ ভাগ বিশুদ্ধ বায়ু’ ভর্তি থাকে। সেসব ‘বিশুদ্ধ’ বাতাস দেশে ছেড়ে দেওয়া যেতে পারে।

আঁকা: জুনায়েদ

৪.

এত কিছুতেও কাজ না হলে দেশের বাতাসকে সোজাসুজি ‘ড্রাই ওয়াশ’ করা যেতে পারে।

আঁকা: জুনায়েদ