অনেক কিছু নিয়েই আপস করা যায়, চরিত্র নিয়ে যায় না। তাই চারিত্রিক সনদ খুবই স্পর্শকাতর একটি বিষয়। কিন্তু বিভিন্ন প্রয়োজনে আমরা যাঁদের কাছ থেকে সনদ নিই, তাঁরা আমাদের আসলে কতটুকুই বা চেনেন? চারিত্রিক সনদ দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি আসলে কে বা কারা? আর তাঁরা সনদ দিলে কেমন হতো সেসব?