সমস্যা কার
মার্কিন এক ভদ্রলোক ব্যাংকে গিয়ে একটি চেক জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ বলল, ‘পর্যাপ্ত টাকা না থাকায় আপনার চেকের টাকা প্রদান করা সম্ভব হবে না।’
ভদ্রলোকের প্রশ্ন, ‘সমস্যাটি কি আমার অ্যাকাউন্টের, না ব্যাংকের?’
ব্যাংকের ম্যানেজার বললেন, ‘না না, আপনার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে। কিন্তু চেকের ওই অর্থ প্রদানের মতো টাকা আপাতত ব্যাংকে নেই।’
টাকা যা বলল
মানিকের সঙ্গে কবিরের দেখা।
মানিক বলল, ‘দোস্ত, কিছু টাকা ধার দে।’
কবির বলল, ‘দোস্ত, গতকাল হঠাৎ দেখি আমার টাকাগুলো কথা বলছে।’
মানিক বলল, ‘বলিস কী! কী বলেছে?’
কবির বলল, ‘গুডবাই, এরপর কবে দেখা হবে জানি না।’
মানিক হতাশ হয়ে বলল, ‘টাকা দিবি না, তা বললেই হয়।’
পাওনা টাকা
যুক্তরাষ্ট্রের কোষাগারের এক কর্তা সকালে হাঁটতে বেরিয়েছেন। এমন সময় একজন মুখোশধারী তাঁকে পেছন থেকে আক্রমণ করে বসল। মাথায় পিস্তল ঠেকিয়ে বলল, ‘চিৎকার-চেঁচামেচি না করে টাকাপয়সা যা আছে সব দিয়ে দিন।’
কর্তা বললেন, ‘আপনি জানেন, আমি কে? আমি এই দেশের কোষাগারের কর্তা।’
মুখোশধারী বলল, ‘ওহ্, তা–ই বলেন। সে ক্ষেত্রে আমার পাওনা টাকাগুলো দিলেই চলবে।’
ছোটখাটো ব্যবসা
একটি ব্যাংক নতুন কিছু কর্মকর্তা নিয়োগ দেবে। এ জন্য কয়েকজন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
প্রশ্নকর্তা বললেন, ‘আচ্ছা, বলুন তো অর্থনৈতিক এই মন্দার সময় আমি যদি একটি ছোটখাটো ব্যবসাপ্রতিষ্ঠান চালু করতে চাই তাহলে কীভাবে শুরু করব?’
প্রার্থীর উত্তর, ‘খুব সহজ, প্রথমে আপনি একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠান চালু করবেন। অল্প দিনের মধ্যেই আপনি একটি ছোট প্রতিষ্ঠানের মালিক হয়ে যাবেন।’