ছুটি
কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার, আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?
ওয়ার্ডরোব
ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাচ্ছিলেন মজনু সাহেব।
বিমানবন্দরে দাঁড়িয়ে বললেন, ‘আমি আমাদের ওয়ার্ডরোবটাকে খুব মিস করছি।’
স্ত্রী বললেন, ‘ওয়ার্ডরোব? মানে কী? কেন?’
মজনু সাহেব কাচুমাচু করে বললেন, ‘কারণ, প্লেনের টিকিটটা ওয়ার্ডরোবের ভেতরে রেখে এসেছি।’