সবাই জানে—এমন গোপন বিষয়ের চেয়ে নিরাপদ গোপন কোনো বিষয় নেই।
জর্জ বার্নার্ড শ, ব্রিটিশ নাট্যকার (১৮৫৬–১৯৫০)
অপরের গোপন নীতি নিয়ে কেউ গল্প করে না।
বার্ট্রান্ড রাসেল, ব্রিটিশ দার্শনিক (১৮৭২–১৯৭০)
বিজ্ঞাপন
দুনিয়ায় যা হয়, তা আশার ভিত্তিতেই হয়।
মার্টিন লুথার, জার্মান অধ্যাপক (১৪৮৩–১৫৪৬)
আপসই হচ্ছে সবচেয়ে ভালো ও সস্তা আইনজীবী।
রবার্ট লুইস স্টিভেনশন, স্কটিশ সাহিত্যিক (১৮৫০–১৮৯৪)
মন্তব্য করুন