পানি দূষণ
জলিলকে নদী থেকে পানি আনতে বললেন দাদা।
জলিল কিছুক্ষণ পর খালি হাতে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ‘দাদা, নদীতে কুমির! আমারে দেইখা দূরে চইলা গেছে।’
দাদা বললেন, ‘তা পানি আনস নাই কেন?’
জলিল ভেজা লুঙ্গিটা সামলে লাজুক মুখে বলল, ‘নদীর পানি দূষিত হইয়া গেছে।’
চিকিৎসকের বিপদ
তিন মাতালকে ধরার পর বেশ কিছুক্ষণ কেটে গেছে।
চিকিৎসক জিজ্ঞেস করলেন, ‘৩ গুণ ৩ কত?’
প্রথম মাতাল বলল, ‘৩৯৮।’
হতাশ চিকিৎসক দ্বিতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
দ্বিতীয় মাতাল বলল, ‘মঙ্গলবার।’
হতাশ হয়ে চিকিৎসক তৃতীয় জনকেও একই প্রশ্ন করলেন।
তৃতীয় মাতাল বলল, ‘৯।’
চিকিৎসক বললেন, ‘ভেরি গুড! কীভাবে পারলে?’
তৃতীয় মাতাল বলল, ‘৩৯৮ থেকে মঙ্গলবার বিয়োগ করেছি।’
হেলিকপ্টার চালকের বোঝার ভুল
এক আলোকচিত্রী হেলিকপ্টারে চড়ে আগ্নেয়গিরির ছবি তুলছিলেন আর হেলিকপ্টারের চালককে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন, ‘ডানে যাও। আরেকটু সামনে। হ্যাঁ, এবার আগ্নেয়গিরিটার খুব কাছ থেকে ঘুরে এসো।’
চালক বললেন, ‘কেন?’
আলোকচিত্রী বললেন, ‘কারণ, আমি একজন আলোকচিত্রী এবং আমি আগ্নেয়গিরিটার কিছু ছবি তুলব।’
চালক বললেন, ‘তার মানে আপনি বলতে চাইছেন, আপনি আমার প্রশিক্ষক নন?’
বোনের জন্য চাওয়া
বাবার কাছ থেকে অনেক চেয়েচিন্তে একটা নতুন মোবাইল ফোন নিল বাবু।
ওর ছোট বোন তন্বী গাল ফোলাল। বাবুকে বলল, ‘ভাইয়া, তুই সব সময় আব্বুর কাছে নিজের জন্য চাস। আমার জন্য কিছুই চাস না।’
বাবু বলল, ‘কই, চাই তো!’
তন্বী বলল, ‘কী চাস?’
বাবু একগাল হেসে বলল, ‘তোর খুব সুন্দর আর বড়লোক এক ভাবি!’