লাল সিং চাড্ডার এই অভিনেত্রী ‘কফি উইথ করণ’–এর জন্য ব্রালেট ও প্যান্টস্যুট বেছে নিয়েছিলেন। কোনো কালার কন্ট্রাস্ট নয়, কালোতেই বোল্ড লুকে হাজির হন তিনি। মেকআপে সব সময় ন্যাচারাল লুকে থাকতে পছন্দ করেন বেবো। তাই নিজেকে সাজিয়েছেন ‘নো মেকআপ’ লুকে। আর চুল হালকা কার্ল রেখেছেন, যেন দেখতে একদম ন্যাচারাল লাগে।
তবে এই মিনিম্যাল সাজের মধ্যে সবেচেয়ে বেশি কেড়েছে কারিনার রঙিন নখ। হাতে সিলভার ব্রেসলেট আর নানা রঙের নেইলপলিশে রাঙানো দুই হাতের নখ। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নিজের এই লুকের ছবি দিয়ে নায়িকা লেখেন, ‘আই লাইক মাই কফি ব্ল্যাক’।
ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল