গ্রামীণফোনে বিনা মূল্যে উইকিপিডিয়া

গ্রামীণফোনে বিনা মূল্যে উইকিপিডিয়া
গ্রামীণফোনে বিনা মূল্যে উইকিপিডিয়া

বিনা খরচে উইকিপিডিয়া ব্যবহার করার সুবিধা চালু করেছে গ্রামীণফোন লিমিটেড। এর আগে বাংলাদেশে শুধু বাংলালিংকের গ্রাহকেরা এ সুবিধা পেতেন।
ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া সহজে সাধারণ ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে উইকিপিডিয়া জিরো প্রকল্প পরিচালনা করে উইকিমিডিয়া ফাউন্ডেশন। জিরো প্রকল্পের আওতায় বাংলাদেশে এখন বাংলালিংক ও গ্রামীণফোনের গ্রাহকেরা zero.wikipedia.org ঠিকানা থেকে বিনা খরচে উইকিপিডিয়া ব্যবহার করতে পারবেন। এ ক্ষেত্রে উইকিপিডিয়া ব্যবহারের সময় কোনো ইন্টারনেট বিল হবে না।
গ্রামীণফোনের করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তাহমিদ আজিজুল হক গতকাল বুধবার প্রথম আলোকে জানান, ‘১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোন উইকিপিডিয়া জিরো সুবিধা চালু করে। সাধারণ ব্যবহারকারীদের কাছে মুক্ত জ্ঞানের এই বিশাল ভান্ডার সহজে পৌঁছে দিতেই আমাদের এমন উদ্যোগের সঙ্গে যুক্ত হওয়া। এর মাধ্যমে আমরা চাই বাংলাদেশের শিক্ষা কার্যক্রমেও আমাদের অবদান থাকুক।’ গ্রামীণফোন-প্রথম আলো আই-জিনিয়াস আয়োজনে সেরা আই-জিনিয়াসদের উইকিপিডিয়া কার্যক্রমে যুক্ত করার ব্যাপারে কাজ চলছে বলেও জানান তিনি।
গ্রামীণফোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের উইকিপিডিয়ানরা (স্বেচ্ছাসেবক)। উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান জানান, ‘বিনা মূল্যে ইন্টারনেটে উইকিপিডিয়া পড়ার সুযোগ দেশের মোবাইলইন্টারনেট ব্যবহারকারীদের জ্ঞানের ভান্ডারকে বিকশিত করতে সহায়তা করবে’।
গত নভেম্বর মাসে উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল কর্মসূচির পরিচালক ক্যারোলিন স্লেইডার উইকিপিডিয়া জিরো কার্যক্রমের ব্যাপারে বাংলাদেশ সফরে এসেছিলেন। —নূরুন্নবী চৌধুরী