হাতির সঙ্গে পানি খেলা

থাইল্যান্ডের নববর্ষ উৎসবের নাম ‘সংক্রান’। বাংলার চৈত্রসংক্রান্তির সঙ্গে এর কোনো সংযোগ থাকলেও থাকতে পারে। থাইল্যান্ডবাসীদের এই সংক্রান উৎসবের বিশেষ আকর্ষণ পানি খেলা, বিশ্বব্যাপী যা সংক্রান ওয়াটার ফেস্টিভাল হিসেবে সুপরিচিত। আমাদের পার্বত্য অঞ্চলেও প্রায় একই সময় একই ধরনের খেলার আয়োজিত হয়। এই খেলা একজন আরেকজনকে পানি ছুড়ে মারে। থাইল্যান্ডে এই খেলায় যোগ দেয় হাতির দল। হাতি অংশগ্রহণকারীদের দিকে তার শুঁড় দিয়ে পানি ছিটিয়ে দেয়। অংশগ্রহণকারীরাও পাল্টা পানি ছোড়ে। আইউতথায়া, থাইল্যান্ড, ১১ এপ্রিল। ছবি: রয়টার্স

পানি ছিটাতে তৈরি হাতির দল। সেভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলোকে।
পানি ছিটাতে তৈরি হাতির দল। সেভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এগুলোকে।
খেলা ফেলে ক্যামেরার দিকে এগিয়ে আসছে একটি হাতি।
খেলা ফেলে ক্যামেরার দিকে এগিয়ে আসছে একটি হাতি।
হাতির দিকে পানি ছুড়ছে খেলায় অংশগ্রহণকারীরা।
হাতির দিকে পানি ছুড়ছে খেলায় অংশগ্রহণকারীরা।
হাতির শুঁড় থেকে তীব্র গতিতে বেরিয়ে আসছে পানি।
হাতির শুঁড় থেকে তীব্র গতিতে বেরিয়ে আসছে পানি।
তরুণ-তরুণীরাও হাতির সঙ্গে পাল্লা দিয়ে পানি ছুড়ে যাচ্ছেন।
তরুণ-তরুণীরাও হাতির সঙ্গে পাল্লা দিয়ে পানি ছুড়ে যাচ্ছেন।
হাতির গায়ে আঁকা না রঙের ফুল ও লেখা।
হাতির গায়ে আঁকা না রঙের ফুল ও লেখা।