অন্ধ্র প্রদেশে গোদাবরী নদীতে লঞ্চডুবি, ৪০ যাত্রী নিখোঁজ

ভারতের অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গোদাবরী নদীতে যাত্রীবাহী ছোট লঞ্চ ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত।
ভারতের অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গোদাবরী নদীতে যাত্রীবাহী ছোট লঞ্চ ডুবে অন্তত ৪০ জন মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত।

ভারতের অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী জেলায় গোদাবরী নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানায়, খারাপ আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। তীব্র স্রোতের কারণে মন্টোগুরু গ্রামের কাছাকাছি এসে লঞ্চটি ডুবে যায়। প্রাথমিকভাবে জানা যায়, লঞ্চটিতে ৫০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ২০ জন একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, লঞ্চটি রাজামুন্দ্রি শহরের কোন্দামোদালু গ্রাম থেকে যাত্রী নিয়ে রওনা দেয়। এলাকাটি নৃগোষ্ঠী-অধ্যুষিত। এখানের যোগাযোগব্যবস্থা অত্যন্ত খারাপ। লঞ্চটি ডুবে যাওয়ার পর স্থানীয় লোকজন ছুটে এসে দুই নারীসহ ১০ জন যাত্রীকে উদ্ধার করেন। বাকি ৪০ জন যাত্রীর হদিস মেলেনি।

রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারকে উদ্ধারকাজ তদারকের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা দলের (এনডিআরএফ) সদস্যরা পৌঁছেছেন। তাঁরা উদ্ধারকাজ শুরু করেছেন।