মার্ক্সের ২০০তম জন্মজয়ন্তী

>

১৮১৮ সালের ৫ মে জার্মানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মোসেল নদীর তীরে ট্রিয়ার শহরে জন্ম কার্ল মার্ক্সের। মার্ক্স একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনৈতিক তত্ত্ববিদ, সমাজবিজ্ঞানী, বিপ্লবী সমাজতান্ত্রিক ও সাংবাদিক। জার্মানিসহ বিশ্বজুড়ে তাঁকে নিয়ে নানা রকম বিতর্ক থাকলেও তিনি এখনো সমাজ, রাজনীতি, অর্থবিজ্ঞানের একজন প্রবল প্রতাপশালী চিন্তক হিসেবে পরিচিত। জীবদ্দশায় মার্ক্স নিজ দেশে ততটা থাকতে পারেননি নানা নিষেধাজ্ঞা, বহিষ্কারাদেশ আর আইনকানুনের বেড়াজালের কারণে। থিতু হয়েছিলেন যুক্তরাজ্যর লন্ডনে; সেখানেই মৃত্যু ১৮৮৩ সালের ১৪ মার্চ। এ বছর রাজ্য, স্থানীয় প্রশাসন ও ট্রিয়ার শহরের নাগরিকেরা নিজ শহরের ছেলেকে স্মরণে আয়োজন করেছেন প্রায় বছরব্যাপী মার্ক্স উৎসবের। তাঁর বাড়ি ও শহরের অন্য একটি মিউজিয়ামে মার্ক্সকে নিয়ে হচ্ছে বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী চলবে অক্টোবর অবধি।

১ / ১০
ট্রিয়ার শহরে ১৮১৮ সালের ৫ মে এ বাড়িতেই জন্ম কার্ল মার্ক্সের। তাঁর স্মরণে শহরে প্রায় বছরজুড়ে ৬০০টি অনুষ্ঠান হবে।
ট্রিয়ার শহরে ১৮১৮ সালের ৫ মে এ বাড়িতেই জন্ম কার্ল মার্ক্সের। তাঁর স্মরণে শহরে প্রায় বছরজুড়ে ৬০০টি অনুষ্ঠান হবে।
২ / ১০
ট্রিয়ার শহরে কেন্দ্রস্থলে ব্রোঞ্জের কার্ল মার্ক্সের ভাস্কর্য। চীন থেকে এ ভাস্কর্য উপহার হিসেবে পাওয়া। সাড়ে পাঁচ ফুট লম্বা এ ভাস্কর্যের শিল্পী চীনের ভু ভাইচান।
ট্রিয়ার শহরে কেন্দ্রস্থলে ব্রোঞ্জের কার্ল মার্ক্সের ভাস্কর্য। চীন থেকে এ ভাস্কর্য উপহার হিসেবে পাওয়া। সাড়ে পাঁচ ফুট লম্বা এ ভাস্কর্যের শিল্পী চীনের ভু ভাইচান।
৩ / ১০
শহরের কেন্দ্রস্থলে কার্ল মার্ক্সকে নিয়ে বিশেষ প্রদর্শনী স্থলের বাইরে বিশাল পোস্টার।
শহরের কেন্দ্রস্থলে কার্ল মার্ক্সকে নিয়ে বিশেষ প্রদর্শনী স্থলের বাইরে বিশাল পোস্টার।
৪ / ১০
কার্ল মার্ক্সে বাড়িতে প্রদর্শিত হচ্ছে তাঁর ব্যবহার করা চেয়ার। লন্ডনে মার্ক্স এ চেয়ারে বসেই পড়াশোনা করতেন।
কার্ল মার্ক্সে বাড়িতে প্রদর্শিত হচ্ছে তাঁর ব্যবহার করা চেয়ার। লন্ডনে মার্ক্স এ চেয়ারে বসেই পড়াশোনা করতেন।
৫ / ১০
ট্রিয়ার শহরে নিজ বাড়ির পেছনের বাগানে কার্ল মার্ক্সের আবক্ষমূর্তি।
ট্রিয়ার শহরে নিজ বাড়ির পেছনের বাগানে কার্ল মার্ক্সের আবক্ষমূর্তি।
৬ / ১০
কার্ল মার্ক্সের জন্মভূমি ট্রিয়ার শহর।
কার্ল মার্ক্সের জন্মভূমি ট্রিয়ার শহর।
৭ / ১০
মার্ক্সের জাদুঘরে নানা পারিবারিক ছবি।
মার্ক্সের জাদুঘরে নানা পারিবারিক ছবি।
৮ / ১০
জার্মানির ট্রিয়ার শহরজুড়ে বছরব্যাপী অনুষ্ঠানের প্রচারের ফেস্টুন। ১৮১৮ থেকে ১৮৮৩ সাল পর্যন্ত মার্ক্সের জীবনবৃত্তান্ত এবং ইউরোপ থেকে সংগৃহীত ৪০০ দলিল-দস্তাবেজ নিয়ে বছরজুড়ে চলবে প্রদর্শনী।
জার্মানির ট্রিয়ার শহরজুড়ে বছরব্যাপী অনুষ্ঠানের প্রচারের ফেস্টুন। ১৮১৮ থেকে ১৮৮৩ সাল পর্যন্ত মার্ক্সের জীবনবৃত্তান্ত এবং ইউরোপ থেকে সংগৃহীত ৪০০ দলিল-দস্তাবেজ নিয়ে বছরজুড়ে চলবে প্রদর্শনী।
৯ / ১০
ট্রিয়ার শহরের ট্রাফিক বাতিতে কার্ল মার্ক্সের প্রতিকৃতি।
ট্রিয়ার শহরের ট্রাফিক বাতিতে কার্ল মার্ক্সের প্রতিকৃতি।
১০ / ১০
ট্রিয়ারে বাসের পেছনে কার্ল মার্ক্সকে নিয়ে বিজ্ঞাপন।
ট্রিয়ারে বাসের পেছনে কার্ল মার্ক্সকে নিয়ে বিজ্ঞাপন।