সৌদি নারীদের হাতে গাড়ির লাইসেন্স

রয়টার্স ফাইল ছবি
রয়টার্স ফাইল ছবি

নারীদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া শুরু করেছে সৌদি সরকার। গত সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে।

ওয়াশিংটনের হিল ডটকমের খবর বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে সাধারণ পরিবহন বিভাগ ১০ জন নারীকে প্রথম গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে। গাড়ি চালানোর পরীক্ষা দেওয়ার পর ১০ নারীকে এই লাইসেন্স দেওয়া হয়।

সৌদি আরবের নারী অধিকারকর্মীরা গাড়ি চালানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন। আন্দোলনরত বেশ কয়েকজন নারী অধিকারকর্মীকে আটকও করা হয়। এরপরই এই পদক্ষেপ নিল সৌদি সরকার।

রয়টার্সের খবর বলছে, গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভের সময় পাঁচজন নারীকে গত মে মাসে সৌদি পুলিশ গ্রেপ্তার করে। নাম প্রকাশে অনিচ্ছুক নারী অধিকারকর্মী বলেন, জনসম্মুখে আসা বন্ধ করতেই এসব সফল নারীকে আটক করা হয়েছে।

সৌদি আরবে কয়েক দশক ধরেই নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা ছিল। গত ২৪ জুন আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এতে সৌদি সমাজের অনেকেই ব্যাপক সাড়া দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক পুরুষই স্ত্রীকে গাড়ি চালানো শেখানোর ছবি পোস্ট করেন।

বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, যেসব নারী অধিকারকর্মীকে গৃহবন্দী করা হয়েছে, তাঁরা বিচারের সম্মুখীন হতে পারেন।