ট্রাম্প-কিম বৈঠক, স্বাগত জানাল ভারত

মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সিঙ্গাপুর শীর্ষ বৈঠককে স্বাগত জানাল ভারত। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার দুই রাষ্ট্রপ্রধান ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের বৈঠককে স্বাগত জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, এই বৈঠক এক ইতিবাচক ঘটনা।

দুই রাষ্ট্রপ্রধানের ঐতিহাসিক বৈঠকের প্রায় সঙ্গে সঙ্গেই পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতি প্রচার করে। তাতে বলা হয়, কোরীয় উপদ্বীপ এলাকায় আলাপ-আলোচনা ও কূটনৈতিক শলাপরামর্শের মধ্য দিয়ে শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনার সব ধরনের প্রচেষ্টাকে ভারত সব সময় সমর্থন করেছে। ভারতের আশা, এই শীর্ষ বৈঠকের সিদ্ধান্ত ও চুক্তিগুলো রূপায়িত হবে এবং এর মধ্য দিয়ে কোরীয় উপদ্বীপ অঞ্চলে সুস্থিতি ও স্থায়ী শান্তি ফিরে আসবে।

ভারত অবশ্য এই সুযোগে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গকেও টেনে এনেছে। পশ্চিম প্রান্তের প্রতিবেশীর নাম না করে বিবৃতিতে বলা হয়েছে, ভারতের আশা, প্রতিবেশী দেশেও যে পারমাণবিক প্রসার কর্মসূচি চলছে, কোরীয় উপদ্বীপের শান্তি প্রচেষ্টা সেই বিষয়ে ভারতের উদ্বেগেরও নিরসন ঘটাবে।