ভারতের উত্তর প্রদেশে বাস উল্টে নিহত ১৭, আহত ২০

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আজ বুধবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জন।

মৃত ও আহত শ্রমিকেরা রাজস্থানে কাজ সেরে নিজেদের রাজ্য উত্তর প্রদেশের ফারুকাবাদে ফিরছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে বাসটি রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ফারুকাবাদের দিকে আসছিল। পথে বাসটি মৈনপুরের তীর্থপুর গ্রামের কাছে মহাসড়কের ওপর সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
মৈনপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওম প্রকাশ সিং বলেছেন, দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, এই দুর্ঘটনায় বাসের ড্রাইভার তাঁর বাঁ পা হারিয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় বাসের ড্রাইভার তাঁর বাঁ পা হারিয়েছেন।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে নিহত পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের সার্বিক চিকিৎসা দেওয়ার কথা ঘোষণা করেছেন।