শিশু পর্নোগ্রাফিতে যাজক দণ্ডিত

আদালতে ভ্যাটিকানের সাবেক কূটনীতিক মোনসিংনোর কার্লো আলবার্তো ক্যাপেল্লা (বাঁয়ে)। ছবি: রয়টার্স
আদালতে ভ্যাটিকানের সাবেক কূটনীতিক মোনসিংনোর কার্লো আলবার্তো ক্যাপেল্লা (বাঁয়ে)। ছবি: রয়টার্স

শিশু পর্নোগ্রাফির অপরাধে ভ্যাটিকানের সাবেক এক কূটনীতিকের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সাবেক কূটনীতিক মোসিওর কার্লো আলবার্তো ক্যাপেল্লা ভ্যাটিকানের ছোট কারাগারে তাঁর দণ্ড ভোগ করবেন। এ ছাড়া তাঁকে পাঁচ হাজার ইউরো জরিমানাও দিতে হবে।

আদালতের শুনানিতে বলা হয়, ক্যাপেল্লার মোবাইল ফোনে বেশ কিছু পর্নোগ্রাফি ছবি ও ভিডিও পাওয়া গিয়েছিল।

ক্যাপেল্লা ভ্যাটিকানের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

ক্যাপেল্লার ভাষ্য, ওয়াশিংটন ডিসিতে ভ্যাটিকান দূতাবাসে কাজ করার সময় একটি ব্যক্তিগত সংকটে ভুগছিলেন তিনি।

যাজক ক্যাপেল্লাকে গত বছর যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাহার করা হয়। তাঁর ব্যাপারে কর্তৃপক্ষ তাদের সন্দেহের কথা ভ্যাটিকানকে অবহিত করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

ক্যাপেল্লাকে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্র তাঁর কূটনৈতিক দায়মুক্তি বাতিল করতে বলেছিল।