চীনে শিল্প পার্কে বিস্ফোরণে নিহত ১৯

ইয়িবিন হেংদা টেকনোলজি পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে। ছবি: রয়টার্স
ইয়িবিন হেংদা টেকনোলজি পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে। ছবি: রয়টার্স

চীনের সিচুয়ান প্রদেশে একটি শিল্প পার্কে বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১২ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, জিয়াং আন কান্ট্রি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়িবিন হেংদা টেকনোলজির পরিচালিত একটি রাসায়নিক প্ল্যান্টে এই বিস্ফোরণ হয়। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, তা এখনো জানা যায়নি।

এর আগে চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতও হয় অনেকে। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় বন্দর নগর তিয়ানজিনের একটি শিল্প গুদামে ভয়াবহ বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়।