ফিলিস্তিনি কিশোরকে বুকে গুলি চালিয়ে হত্যা

ইসরায়েলের সেনার গুলিতে প্রাণ হারানো আরকান মিজহারের স্বজনদের আহাজারি। বেথলেহেম, ফিলিস্তিন, ২৩ জুলাই। ছবি: প্রথম আলো
ইসরায়েলের সেনার গুলিতে প্রাণ হারানো আরকান মিজহারের স্বজনদের আহাজারি। বেথলেহেম, ফিলিস্তিন, ২৩ জুলাই। ছবি: প্রথম আলো

১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। পশ্চিম তীরে অধিকৃত বেথলেহেমের দেইশাহ শরণার্থী ক্যাম্পে রোববার রাতভর অভিযান চালায় ইসরায়েলের সেনারা। এ সময় ওই কিশোরের বুকে সরাসরি গুলি চালিয়ে হত্যা করে সেনারা। ওই কিশোরের নাম আরকান মিজহার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এসব কথা বলা হয়েছে। আজ সোমবার আরকান মিজহারের দাফন হবে।

আল জাজিরার খবরে বলা হয়, রোববার রাতভর অভিযানের সময় ইসরায়েলের সেনারা আরকান মিজহারের বুকে গুলি চালায়। তবে ইসরায়েল বলেছে, ‘তাদের সেনারা ফিলিস্তিনি শরণার্থীশিবিরে অভিযান চালিয়েছে। এ সময় “সন্ত্রাসী কর্মকাণ্ডে”র অভিযোগে দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করে তারা। অভিযানের সময় ফিলিস্তিনিরা ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে পাথর, আগুনের গোলা ও গ্রেনেড ছুড়ে সহিংসতা সৃষ্টির প্রচেষ্টা চালায়। এতে বাধ্য হয়ে ইসরায়েলি সেনারা গুলি ছুড়েছে।’

১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আরকান মিজহারকে হত্যা করেছে ইসরায়েল। ছবি: টু্ইটার
১৫ বছর বয়সী ফিলিস্তিনি কিশোর আরকান মিজহারকে হত্যা করেছে ইসরায়েল। ছবি: টু্ইটার

বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়েছে, রোববার দিবাগত রাতে ইসরায়েলের সেনারা অতর্কিত বেথলেহেমের ওই শরণার্থীশিবিরে ঢুকে অভিযান শুরু করে। তারা ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। এতে দুই ফিলিস্তিনি শরণার্থী আহত হয়। এ সময় তারা দুই ফিলিস্তিনিকে আটকও করে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আহত দুই ফিলিস্তিনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত।

দেইশাহ শরণার্থীশিবিরটি ফিলিস্তিনের সীমানার মধ্যে। সেখানে নিয়মিত অভিযান চালায় ইসরায়েলের সেনাবাহিনী। তাদের দাবি, সন্দেহভাজন অপরাধীদের আটক করতে এ ধরনের অভিযান চালানো হয়।

এ বছরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অভিযান চালিয়ে ইসরায়েল এখন পর্যন্ত ৩০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। গত বছরেও ১৫ ফিলিস্তিনি শিশুকে হত্যা করে তারা।