ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিবাদে এমপির পদত্যাগ

জওহের বাহলুল। ‘ইহুদি জাতি রাষ্ট্র’ আইন পাস করার কারণে তিনি পার্লামেন্টকে ‘বর্ণবাদী’ ও ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছেন। ছবি: এএফপি
জওহের বাহলুল। ‘ইহুদি জাতি রাষ্ট্র’ আইন পাস করার কারণে তিনি পার্লামেন্টকে ‘বর্ণবাদী’ ও ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছেন। ছবি: এএফপি

ইহুদি রাষ্ট্র ইসরায়েল—বিতর্কিত নতুন এ আইনের প্রতিবাদে পদত্যাগ করেছেন এক ইসরায়েলি আরব পার্লামেন্ট সদস্য।

৬৭ বছর বয়সী এই রাজনীতিবিদের নাম জওহের বাহলুল। এ আইন পাস করার কারণে তিনি পার্লামেন্টকে ‘বর্ণবাদী’ ও ‘ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেছেন।

ইসরায়েলি টিভি চ্যানেল রেসেতকে তিনি বলেন, ‘এ আইন ইসরায়েলে আরবের লোকজনের সমতা পাওয়ার পথকে দূরে ঠেলে দিয়েছে।’

১৯ জুলাই ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিলটি ৬২-৫৫ ভোটে পাস হয়ে আইনে পরিণত হয়। আইনটি পাস হওয়ার আগে পার্লামেন্টে বিলের কপি পেয়ে অনেক আরব সদস্য তা ছিঁড়ে ফেলেন এবং এর বিরুদ্ধে তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

‘ইহুদি জাতি রাষ্ট্র’ শীর্ষক এ আইনে বলা হয়, জাতিগতভাবে ইসরায়েল ইহুদি রাষ্ট্র।...আইনে হিব্রুকে দেশটির জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে আর রাষ্ট্রভাষার তালিকায় থাকা আরবির মর্যাদা কমানোর কথা বলা হয়েছে। এ ছাড়া জাতীয় স্বার্থে ইহুদিদের বসতি স্থাপনের পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে।

‘ইহুদি জাতি রাষ্ট্র’ আইন পাস হওয়ার পর সেখানে থাকা সংখ্যালঘু আরব লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ছবি: রয়টার্স
‘ইহুদি জাতি রাষ্ট্র’ আইন পাস হওয়ার পর সেখানে থাকা সংখ্যালঘু আরব লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ছবি: রয়টার্স

এই বিল পাস হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রশংসা করে একে ‘বাঁকবদলের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেন। তবে এ নিয়ে সেখানে থাকা সংখ্যালঘু আরব লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ইসরায়েলের মোট জনসংখ্যা ৯০ লাখ । এদের প্রায় ২০ শতাংশ আরব, যাদের অধিকাংশই সুন্নি মুসলমান; বাকিরা খ্রিষ্টান ও দ্রুজ।

গতকাল শনিবার বিরোধী জায়োনিস্ট ইউনিয়ন পার্টির সদস্য বাহলুল বলেন, ‘আমি নেসেট থেকে পদত্যাগ করছি। আমার কি চুপ করে থাকা উচিত? আমি কি ধ্বংসাত্মক, বর্ণবাদী ও চরমপন্থী পার্লামেন্টকে বৈধ বলতে পারি?’

দেশটির আইনে আরব ও ইহুদিদের সমান অধিকার দেওয়া হলেও দীর্ঘদিন ধরেই রাষ্ট্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে আসছেন ইসরায়েলি আরবরা। ভূখণ্ডের ভেতর থাকা আরবদের ইসরায়েল দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য করে আসছে বলেও দাবি তাঁদের।