জিম্বাবুয়েতে প্রথম মুগাবেহীন নির্বাচন

জিম্বাবুয়েতে আজ সোমবার পার্লামেন্টারি ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছবি: রয়টার্স
জিম্বাবুয়েতে আজ সোমবার পার্লামেন্টারি ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ছবি: রয়টার্স

জিম্বাবুয়েতে ভোটাররা এই প্রথমবারের মতো দেশের নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন, যেখানে ব্যালটে দীর্ঘদিনের নেতা রবার্ট মুগাবের নাম নেই।

দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুগাবে প্রায় চার দশক ক্ষমতায় থাকার পর গত বছর এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন।

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেনশিয়াল নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন শাসক দল জানু-পিএফ পার্টির ক্ষমতাসীন এমার্সন মুনাগাগোয়া এবং বিরোধী নেতা নেলসন চামিসা।

পার্লামেন্টারি ও স্থানীয় নির্বাচনও আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

জরিপে ৭৫ বছর বয়সী মুনাগাগোয়াকে তাঁর ৪০ বছর বয়সী প্রতিদ্বন্দ্বী থেকে সামান্য এগিয়ে রেখেছে। চামিসা মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জের (এমিডিস) নেতা।

আজ সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে—যিনি ১৯৮০ সালে স্বাধীনতা লাভের পর ক্ষমতায় আসেন—বলেন, তিনি তাঁর উত্তরসূরিকে ভোট দেবেন না।

নির্বাচনে প্রথম ভোটার হওয়াদের ব্যাপক অংশগ্রহণ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এবারের নির্বাচনে তরুণদের ভোট নিয়ামক হিসেবে কাজ করবে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন। নিবন্ধিত ভোটারদের প্রায় অর্ধেকের বয়স ৩৫ বছরের কম।

সুষ্ঠু ভোট অনুষ্ঠান নিশ্চিত করতে অসংখ্য আন্তর্জাতিক পর্যবেক্ষক দেশটিতে অবস্থান করছেন। তবে বিরোধীরা ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ জানিয়ে আসছেন।

তাঁরা ব্যালট পেপারের নিরাপত্তা ও প্রধানত গ্রামাঞ্চলে ভোটারদের ভীতি প্রদর্শন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।