কঙ্গোর নির্বাচনে কাবিলা তৃতীয় দফা লড়বেন না

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। ছবি: রয়টার্স
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা। ছবি: রয়টার্স

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট জোসেফ কাবিলা তৃতীয় মেয়াদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। গতকাল বুধবার তাঁর মুখপাত্রের বরাতে সিএনএন এ কথা জানায়।

কাবিলার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী ইমানুয়েল রামাজানি শাডারিকে তাঁর উত্তরাধিকারী হিসেবে বাছাই করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে এই ঘোষণার মধ্য দিয়ে কাবিলা আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে দেশের দুই মেয়াদসীমা ভাঙতে পারেন—এই জল্পনার অবসান ঘটল।

২০০১ সালে আততায়ীর হাতে কাবিলার বাবা—লরেন্ট—নিহত হওয়ার পর ক্ষমতায় আরোহণ করেন তিনি এবং সেই থেকে শক্ত মুঠিতে মধ্য আফ্রিকার এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিজের কাছে রেখেছেন।

কাবিলার দ্বিতীয় মেয়াদ ২০১৬ সালে সমাপ্ত হয়, কিন্তু তিনি সরে দাঁড়াতে অস্বীকার করেন। এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভে ১৭ ব্যক্তি নিহত হন।

কাবিলা তাঁর প্রতিনিধি ও বিরোধী নেতৃবৃন্দের মধ্যে চুক্তি সত্ত্বেও প্রেসিডেন্ট পদে থাকার জন্য মেয়াদ বাড়াতে চেষ্টা করেছিলেন।

কঙ্গোর সাবেক ভাইস প্রেসিডেন্ট জন পিয়েরে বেম্বা গত সপ্তাহে দেশে ফিরে আসেন এবং ডিসেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা ঘোষণা করেন।

কাবিলার সরে দাঁড়ানোর খবরে মানবাধিকার গ্রুপ অ্যামনেস্টি ঘটনাটিকে কঙ্গোবাসীর জন্য ‘সুখবর’ বলে অভিহিত করেছে।