ইয়েমেনে বাসে সৌদি বিমান হামলা, শিশুসহ নিহত ৪৩

বিমান হামলার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ছবি: রয়টার্স
বিমান হামলার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ছবি: রয়টার্স

ইয়েমেনের উত্তরাঞ্চলে বাসের ওপর সৌদি নেতৃত্বাধীন বিমান হামলায় ৪৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অনেকে স্কুল শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে অনেকে। আজ বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত সাডা প্রদেশের দহান মার্কেট এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

বিদ্রোহী গোষ্ঠী হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় ৪৩ জন নিহত হয়েছে। আর রেডক্রস বলছে, নিহতদের বেশির ভাগের বয়স ১০ বছরের নিচে। বিবিসির খবরে বলা হয়, বিমান হামলার সময় বাসটি সাডা প্রদেশের দহান বাজার এলাকা অতিক্রম করছিল।

স্থানীয় আধিবাসীরা সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) বলেন, দহান মার্কেট পাড় হওয়ার সময় হামলাটি করা হয়। স্থানীয় স্কুল শিক্ষার্থীসহ বেসামরিক লোকজন নিয়ে বাসটি যাচ্ছিল।

হামলার পর কয়েক ডজন হতাহতকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেডক্রস।