ইমরানের প্রধানমন্ত্রী হওয়া একরকম নিশ্চিত

ইমরান খান। ছবি: এএফপি
ইমরান খান। ছবি: এএফপি

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের প্রধানমন্ত্রী হওয়া একরকম নিশ্চিত। আজ বৃহস্পতিবার পাকিস্তানের দ্য ডন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) প্রধান শাহবাজ শরিফের প্রার্থিতা নিয়ে বিরোধী শিবিরে বিরোধ দেখা দেওয়ায় ইমরানের পথ সহজ হয়েছে।

ইসলামাবাদের বানিগালায় ইমরানের বাসভবনে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা বৈঠক করে দলীয় প্রধানকে প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই জাতীয় পরিষদের সচিবালয়ে প্রধানমন্ত্রী পদে ইমরানের মনোনয়নপত্র পূরণ করেন আওয়ামি মুসলিম লিগের প্রধান শেখ রশিদ।

কাল শুক্রবার প্রধানমন্ত্রী পদের নির্বাচন। এই নির্বাচনে ইমরান ৩০ থেকে ৩৫ ভোটে এগিয়ে থাকতে পারেন।

প্রধানমন্ত্রী পদে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আজ বিকেলে শেষ হচ্ছে। এমন সময় বিরোধী শিবিরে চলছে টানাপোড়েন।

শাহবাজ শরিফের প্রার্থিতা নিয়ে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) মধ্যে মতভেদ স্পষ্ট। এই মতভেদ দূর করতে শেষ সময়ে নানা তৎপরতা চলছে।

পিএমএল-এন ও পিপিপি যদি তাদের অবস্থানে অনড় থাকে, তাহলে তা বিরোধী জোটের ভাগ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। এই প্রভাব পার্লামেন্টের উচ্চকক্ষেও দেখা যেতে পারে।

প্রার্থিতার ব্যাপারে পিপিপি ইতিমধ্যে পিএমএল-এনকে তাদের সিদ্ধান্ত মূল্যায়ন করতে অনুরোধ জানিয়েছে। তারা শাহবাজ শরিফের পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে বলেছে। ওই ব্যক্তি হবেন ১১-দলীয় বিরোধী জোটের যৌথ প্রার্থী।

পিপিপির কো-চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আলী আসিফ জারদারিকে নিয়ে সাম্প্রতিক অতীতে ‘অবমাননাকর’ মন্তব্য করেছিলেন শাহবাজ শরিফ। এ বিষয়টিও এখন সামনে আসছে। ফলে ইমরানকে মোকাবিলার বদলে বিরোধীদের এখন আত্মকলহেই সময় কাটছে।