কলকাতায় ঈদের কেনাকাটা

গরু-ছাগলের বাজার। ছবি: ভাস্কর মুখার্জি
গরু-ছাগলের বাজার। ছবি: ভাস্কর মুখার্জি

ভারতে পবিত্র ঈদুল আজহা কাল বুধবার। তাই কলকাতায় জমে উঠেছে কোরবানির বাজার। বিভিন্ন বাজারে এসেছে গরু আর ছাগল। ধর্মতলা, গড়িয়াহাট, শিয়ালদহ, রাজাবাজার, বেলগাছিয়া, পার্ক সার্কাস, এন্টালি, খিদিরপুরসহ বিভিন্ন এলাকায় কাপড় আর গয়নার বাজার বসেছে।

কলকাতার নিউমার্কেট ও আশপাশের বাজারে এখন পা দেওয়ার জো নেই। মানুষের ভিড়ে ঠাসা। চলা দায়। সবাই নিজেদের পছন্দের জিনিসপত্র কিনে নিতে চাইছে। দোকানিরাও নতুন নতুন পোশাক ও নানা পণ্য নিয়ে সাজিয়ে রেখেছেন দোকানপাট। বিভিন্ন কোম্পানিও ঈদের কথা মাথায় রেখে বাজারে ছেড়েছে নানা নতুন পণ্য। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যে ছাড় দিচ্ছে।

গরু-ছাগলের বাজার। ছবি: ভাস্কর মুখার্জি
গরু-ছাগলের বাজার। ছবি: ভাস্কর মুখার্জি

পার্ক স্ট্রিট, রাজাবাজার, চিৎপুর, মেটিয়া ব্রুজ, খিদিরপুর, বেলগাছিয়া, ধর্মতলার বাজারের ভিড় ছেড়ে অনেকে গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জসহ শহরের বিভিন্ন শপিং মলে কেনাকাটা করছে। যেসব পরিবার দরদাম করতে চাইছে না, তারা সরাসরি ঢুকে পড়ছে বিভিন্ন শপিং মলে।

পার্ক সার্কাস, মল্লিকবাজার, খিদিরপুর, রাজাবাজার, বেলগাছিয়ার মতো মুসলিম এলাকায় বিরাট তোরণ বানিয়ে ‘ঈদ মোবারক’ ব্যানার টাঙিয়ে সবাইকে স্বাগত জানানো হয়েছে। আলোকমালায় সজ্জিত করা হয়েছে এসব তোরণ।

মেটিয়া ব্রুজ এলাকায় পোশাক পছন্দ করছেন তাঁরা। ছবি: ভাস্কর মুখার্জি
মেটিয়া ব্রুজ এলাকায় পোশাক পছন্দ করছেন তাঁরা। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতার নিউ টাউন, কৈখালী ও রাজারহাটের বড় বড় সড়কে ঈদকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে। ঈদের দিন এখানে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। চলবে তিন দিন ধরে।

কলকাতার ঐতিহ্যবাহী মসজিদ চিৎপুরের নাখোদা মসজিদ। এই মসজিদের চত্বর ঘিরে এখন ঈদের বাজার জমজমাট। সব দোকানেই উপচে পড়া ভিড়। মসজিদের আশপাশে টুপি-আতর থেকে নানা ধরনের সেমাই ও খাবারের দোকান রয়েছে। আছে কাপড়ের দোকানও। ধর্মতলার টিপু সুলতান মসজিদ এলাকায় বাজার বসেছে।

নিউমার্কেটে হরেক রকম চুড়ি। ছবি: ভাস্কর মুখার্জি
নিউমার্কেটে হরেক রকম চুড়ি। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় রাজাবাজার, পার্ক সার্কাস, মেটিয়া ব্রুজ, খিদিরপুর, পার্ক স্ট্রিট, মল্লিকবাজার, বেলগাছিয়া, নিউমার্কেট, চিৎপুর, টালিগঞ্জ, এন্টালি, আনোয়ার শাহ রোডে মুসলিম সম্প্রদায়ের বাস। এখানের সব ছোট-বড় বাজারে ঈদের ভিড় লেগেই আছে। সবাই সাধ্যমতো কিনছে ঈদের পসরা। দেদার বিক্রি হচ্ছে তৈরি পোশাকের সঙ্গে নানা প্রসাধনী, স্বর্ণালংকার ও কাচের চুড়ি।

পোশাক পছন্দ করা চলছে। ছবি: ভাস্কর মুখার্জি
পোশাক পছন্দ করা চলছে। ছবি: ভাস্কর মুখার্জি

বাংলাদেশ থেকেও অনেকে কলকাতায় ঈদের কেনাকাটা করতে এসেছেন। ঈদের পসরা কিনে তাঁরা অনেকেই দেশে ফিরে গেছেন। অনেকে আবার কলকাতায় পবিত্র ঈদ উদ্‌যাপন করবেন। তাই শেষ মুহূর্তে কলকাতার কোরবানির বাজার ভালোই জমে উঠেছে।