সোমালিয়ার মোগাদিসুতে আত্মঘাতী হামলায় নিহত ৩, শিশুসহ আহত ১৪

মোগাদিসুতে আত্মঘাতী হামলায় বিধ্বস্ত গাড়ি। সোমালিয়া, ০২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
মোগাদিসুতে আত্মঘাতী হামলায় বিধ্বস্ত গাড়ি। সোমালিয়া, ০২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলায় তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ শিশুসহ ১৪ জন। একটি সরকারি দপ্তরে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। তবে শক্তিশালী বিস্ফোরণে পাশের একটি স্কুল ভবন বিধ্বস্ত হয়েছে।

পুলিশের বরাত দিয়ে রোববার বিবিসি জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালিয়েছে। এতে স্কুল ভবনসহ আশপাশের বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।

আত্মঘাতী হামলায় বিধ্বস্ত ভবন। সোমালিয়া, ০২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স
আত্মঘাতী হামলায় বিধ্বস্ত ভবন। সোমালিয়া, ০২ সেপ্টেম্বর। ছবি: রয়টার্স

স্থানীয় পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হুসেইন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এক আত্মঘাতী হামলাকারী গাড়িতে বোমা নিয়ে ওই সরকারি দপ্তরে হামলা করেন।

জঙ্গিগোষ্ঠী আল-শাবাব ওই হামলার দায় স্বীকার করেছে। এই গোষ্ঠীটি দেশটিতে ১০ বছরের বেশি সময় ধরে সরকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে। সামরিক সরকার উৎখাত হওয়ার পর ১৯৯১ সাল থেকে সোমালিয়া অস্থিরতা ও সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে।

মোগাদিসুতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বিধ্বস্ত বাড়ি-ঘর। ছবি টুইটার থেকে নেওয়া
মোগাদিসুতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে বিধ্বস্ত বাড়ি-ঘর। ছবি টুইটার থেকে নেওয়া