জাপানে টাইফুন 'জেবি'র আঘাত

ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। ছবি: রয়টার্স
ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। ছবি: রয়টার্স

জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন আজ মঙ্গলবার আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে।

টাইফুনের প্রভাবে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয়দের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।

আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।