পিটিআইর আলভিই পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট

আরিফুর রেহমান আলভি। ভোট দেওয়ার আগে তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। ৪ সেপ্টেম্বর, পাকিস্তান। ছবি: এএফপি
আরিফুর রেহমান আলভি। ভোট দেওয়ার আগে তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। ৪ সেপ্টেম্বর, পাকিস্তান। ছবি: এএফপি

পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আরিফুর রেহমান আলভি। তিনি ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থী। আজ মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। কাল বুধবার এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। আলভি ৪৩০ ভোটের মধ্যে পেয়েছেন ২১২ ভোট।

ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গোপন ব্যালটে এ ভোট গ্রহণ চলে।

আলভির পাশাপাশি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান এবং মুসলিম লীগের (নওয়াজ) সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান।

৮ সেপ্টেম্বর বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসাইনের মেয়াদ শেষ হচ্ছে। এরপরই পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন শুরু করবেন ড. আলভি।

নির্বাচিত হওয়ার পর আলভি বলেন, ‘আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ যে পিটিআই আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। আজ প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে সফল হলাম। আমার ওপর এত বড় দায়িত্ব অর্পণের জন্য আমি ইমরান খানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ।’