পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন আলভি

প্রধান বিচারপতি সাকিব নিসার শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত প্রেসিডেন্ট আরিফ আলভিকে। ছবি: ডনের সৌজন্যে
প্রধান বিচারপতি সাকিব নিসার শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত প্রেসিডেন্ট আরিফ আলভিকে। ছবি: ডনের সৌজন্যে

পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আরিফ আলভি। আজ রোববার ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউস আইওয়ান-ই-সাদরে তিনি শপথ নেন। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মামনুন হোসেনের পাঁচ বছরের মেয়াদপূর্তির এক দিন পরই আলভি এই শপথ নিলেন। শপথের মধ্যে দিয়ে পাঁচ বছরের জন্য দেশটির প্রেসিডেন্টের দায়িত্বভার পেলেন আরিফ আলভি।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, আরিফ আলভিকে শপথবাক্য পাঠ করান পাকিস্তানের প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। আলভি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির জ্যেষ্ঠ নেতা। তিনি গত ২৫ জুলাই অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচনে করাচির ২৪৭ নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছেন।

আলভির পাশাপাশি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাকিস্তান পিপলস পার্টির আইতজাজ আহসান এবং মুসলিম লীগের (নওয়াজ) সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর রেহমান। প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে গত মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটে আলভি ৪৩০ ভোটের মধ্যে পেয়েছেন ২১২ ভোট।