স্ন্যাপচ্যাট থেকে সরে গেলেন ইমরান খান

ইমরান খান। ছবি: রয়টার্স
ইমরান খান। ছবি: রয়টার্স

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের চিফ স্ট্র্যাটেজি অফিসারের (সিএসও) পদ থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত ইমরান খান। সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে বলা হয়েছে।

রয়টার্স, বিজনেস ইনসাইডারসহ বিভিন্ন গণমাধ্যম স্নাপচ্যাটের সিইওর বরাত দিয়ে বলছে, নিজের নতুন প্রতিষ্ঠান খোলার চিন্তা থেকেই ইমরান স্নাপচ্যাট ছেড়েছেন। নতুন করে শুরু করতে যাওয়া ইমরানের নতুন প্রতিষ্ঠানও হবে প্রযুক্তিসংশ্লিষ্ট।

স্ন্যাপচ্যাটের সিইও ইভান স্পিজেল বলেন, ‘ইমরান আমাদের ব্যবসার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আমরা তাঁর কঠোর পরিশ্রমকে উৎসাহ দিচ্ছি। তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।’ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, ইমরানের এই চলে যাওয়ার সঙ্গে অর্থনৈতিক বা অভ্যন্তরীণ নীতিগত কোনো মনোমালিন্য সংশ্লিষ্ট নয়।

বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, সাবেক এই সফল ব্যাংকার ২০১৫ সালে স্ন্যাপচ্যাটে যোগদান করেন। ইমরানের যোগদানের পর এই অ্যাপটি জনপ্রিয়তা লাভ করতে শুরু করে।